শিরোনাম

South east bank ad

ইসির কর্মকর্তাদের ছুটি বাতিল

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন   |   নির্বাচন কমিশন

ইসির কর্মকর্তাদের ছুটি বাতিল

জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় প্রস্তুতিমূলক কার্যক্রমে গতি আনতে নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তাদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত ছুটির দিনেও এবং অফিস সময় শেষে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে প্রস্তুতিমূলক প্রয়োজনীয় সব কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে এখন থেকেই সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হলো।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিতে চায় ইসি। সে লক্ষ্যে সকল কার্যক্রম এগিয়ে নিচ্ছে সংস্থাটি।

BBS cable ad