পরিচিতি ও মতবিনিময় করলেন নবাগত পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম, পিপিএম-সেবা
পুলিশ সুপারের কার্যালয়, শেরপুর-এর সম্মেলন কক্ষে জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবার সভাপতিত্বে জেলা পুলিশের কর্মকর্তাগণের সাথে পরিচিতি ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার শেরপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান সাথে পরিচিত পর্ব শেষে অডিও ভিজুয়ালের মাধ্যমে নবাগত পুলিশ সুপার পরিচিতি পর্ব উপস্থাপন করা হয়।
সভায় নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন বক্তব্য রাখেন।
পরে নবাগত পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবাকে জেলা পুলিশের পক্ষ হতে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
উক্ত মতবিনিময় সভায় জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেরপুর; জনাব মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেরপুর; জনাব রায়হানা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল), শেরপুর; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব তাহমিনা আক্তার সহ সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবি, টিআই (প্রশাসন) ও অন্যান্য ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।