শেরপুর পুলিশ লাইন্সে বঙ্গবন্ধু'র ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’র উদ্বোধন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শেরপুর পুলিশ লাইন্সে বঙ্গবন্ধু'র নবনির্মিত ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্সের প্রধান ফটকের অভ্যন্তর সম্মুখে নির্মিত বঙ্গবন্ধু'র ওই ম্যুরালের উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।
বৃহস্পতিবার ম্যুরাল উদ্বোধনকালে শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল-মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরুসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।