South east bank ad

অভিনব পদ্ধতিতে প্রতারণা:গ্রেফতার ০২ প্রতারক

 প্রকাশ: ১৫ জুন ২০২৩, ০৯:৫৬ অপরাহ্ন   |   জেলা পুলিশ

অভিনব পদ্ধতিতে প্রতারণা:গ্রেফতার ০২ প্রতারক
অভিনব উপায়ে জেলের কয়েদীদের আত্মীয়স্বজনদের  কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিকাশে হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতাসহ  গ্রেফতার দুই জন।আজ দুপুরে রাজধানীর পুরান ঢাকার জনসন রোডে ঢাকা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) জনাব  মোবাশশিরা হাবীব খান,পিপিএম (সেবা)

ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন কেন্দ্রীয় কারাগারের বন্দিদের আত্নীয় স্বজনদের মোবাইল নম্বর কৌশলে আদালত/কারাগার হতে সুকৌশলে  সংগ্রহ করে উক্ত নম্বরে ফোন করে কারাগারে আটক ব্যক্তির বিভিন্ন রকমের সমস্যার কথা বলে ভয়ভীতি দেখিয়ে/কারারক্ষী/ডেপুটি জেলার কখনো  জেল সুপার  পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা প্রতারনা করে হাতিয়ে নিয়ে আসছিল দীর্ঘদিন যাবৎ একটি চক্র।

এই ধরনের একটি অভিযোগ দক্ষিন কেরানীগঞ্জ থানায় মামলা হলে ঢাকা জেলার পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান পিপিএম(বার)  এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) জনাব  মোবাশশিরা হাবীব খান,পিপিএম (সেবা) এর সার্বিক তত্ত্বাবধানে ঢাকা জেলা গোয়েন্দা শাখা(দক্ষিন) এর একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা জেলা বিভিন্ন স্থান হতে অভিযান  পরিচালনা করে আসামী ০১। মোঃ দেলোয়ার হোসেন(৪৪),পিতা-মৃত মোঃ ছাদু মিয়া,মাতা-মোসাঃ আফিয়া খাতুন,সাং-দুলালপুর,থানা-হোমনা,জেলা-কুমিল্লা,০২। মোঃ সাইদুর(৩৫),পিতা-মোঃ আবু সিদ্দিক,সাং-বারদি,থানা-সোনারগাঁও,জেলা-নারায়নগঞ্জ দের আটক করা হয়।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: