South east bank ad

মানিকগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৮ টি চোরাই অটোরিক্সা উদ্ধার, গ্রেফতার তিন

 প্রকাশ: ১২ জুন ২০২৩, ০৯:৫১ পূর্বাহ্ন   |   জেলা পুলিশ

মানিকগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৮ টি চোরাই অটোরিক্সা উদ্ধার, গ্রেফতার তিন
মানিকগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৮ টি চোরাই অটোরিক্সা উদ্ধার, গ্রেফতার তিন ।পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন

মানিকগঞ্জ সদর উপজেলার চক গোবিন্দপুর গ্রামের চুন্নু মিয়ার ক্রয়কৃত অটোরিক্সাটি তার ড্রাইভার ইয়াছিন গত ৪ জুন দুপুর অনুমান ২ ঘটিকায় মানিকগঞ্জ থানাধীন পালড়া বাজারে গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপর রেখে দুপুরের খাবারের জন্য বাসায় যায়।

খাবার শেষে ড্রাইভার ইয়াছিন ঘটনাস্থলে এসে দেখতে পায়, উক্ত স্থানে তার অটোরিক্সাটি নাই। পরবর্তীতে অটোরিক্সার মালিক চুন্নু মিয়া বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি চুরি মামলা দায়ের করেন।

১১ জুন, রবিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় মানিকগঞ্জ থানাধীন পশ্চিম বান্দুটিয়া (কাপালীপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে আলী হোসেন নামের একজনকে গ্রেফতার করে মানিকগঞ্জ থানা পুলিশ।

 এসময় আসামী আলীহোসেনের নিকট থেকে একটি তালা কার্টার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলী হোসেনের বাড়ি সদর উপজেলার বড় সুরুন্ডী গ্রমে। 

পরবর্তীতে আলী হোসেনের দেওয়া তথ্যমতে আসামী রানাকে তার নিজ বাড়ি চরগড়পাড়া হতে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ০৩টি চোরাই অটোরিক্সা ও বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। আলী হোসেন ও রানার দেওয়া তথ্যের ভিত্তিতে বেউথা হাসমত বেপারী এর বাড়ির গ্যারেজ হতে আরো ৫টি অটোরিক্সা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত আসামী মামুনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুনের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মুধুখোলা গ্রামে। সে বেউথা এলাকার হাসমত বেপাড়ীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: