১০ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

ডিবি পুলিশ, ফরিদপুর (ভাংগা জোন) কর্তৃক ০২/০৬/২০২৩ তারিখ অভিযানে ১০ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক।
পুলিশ সুপার, ফরিদপুর দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, ভাংগা জোন, ডিবি, ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম ভাংগা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ০২-৬-২০২৩ তারিখ রাত ২১:৩৫ ঘটিকায় সময় ভাংগা থানাধীন চৌকিঘাটা সাকিনস্থ আজাম ভিটা সংলগ্ন সাদেক কারীর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ সবুজ মিয়া (৪০), পিতা-আনোয়ার হোসেন, ২। আরজু আক্তার স্বর্নালী বেগম(৩২), স্বামী-মোঃ সবুজ মিয়া, উভয় সাং-শদিলাই (উত্তরপাড়া, বপোরী বাড়ী), থানা-ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লাদ্বয়কে (এ/পি মোঃ সবুজ মিয়া এর শশুর বাড়ী সাং-চৌকিঘাটা,থানা-ভাংগা, জেলা-ফরিদপুর) দ্বয়কে সর্বমোট (৬+৪)= ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।
উক্ত বিষয়ে এসআই/ হাফিজুর রহমান আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেন।