রাঙ্গামাটি জেলা পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

০১ জুন ২০২৩ রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রাঙ্গামাটি জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (শহর ও ট্রাফিক) জনাব সরওয়ার মোহাম্মদ পারভেজ।
পুলিশ পরিদর্শক (শহর ও ট্রাফিক) জনাব সরওয়ার মোহাম্মদ পারভেজ বলেন, সড়ক দূর্ঘটনায় মৃত্যুর হার এখন অনেক বেশি এবং দিন দিন তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সড়ক দূর্ঘটনায় মৃত্যুর হার বিশ্লেষণ করলে দেখা যায় বেশিরভাগই মোটরসাইকেল আরোহী। সড়ক নিরাপত্তা এবং সড়ক পরিবহন আইন সংক্রান্তে সচেতনতার অভাবে এসব দূর্ঘটনা বেড়েই চলছে।
তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে শিক্ষার্থীদের সড়ক আইন ও বিধিবিধান জানা এবং তা মেনে চলার কোন বিকল্প নেই। রাস্তায় চলাচলের সময় ট্রাফিক সাইন মেনে চলতে হবে। এতে দুর্ঘটনার হার অনেক কমে আসবে। এসময় তিনি সড়ক নিরাপত্তা কার্যক্রমকে টেকসই করতে শিক্ষার্থীদের সচেতন হওয়া এবং সড়ক পরিবহন আইন মেনে চলার পরামর্শ দেন।
এসময় রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।