অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ ০৩ সদস্য গ্রেফতার

অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ ০৩ সদস্য গ্রেফতার এবং ০৮ টি মোবাইল সেট উদ্ধার।
গত ২৮/০৫/২০২৩ ইং তারিখ ২১.৩৫ ঘটিকার সময়ে ভিকটিম মোঃ নইম উদ্দিন আরশাদ (২১), পিতা- মোঃ নুর আলী, মাতা- ছেমন আরা বেগম, সাং- হাফেজ আইয়ুব আরী শাহ নতুন বাড়ী, দক্ষিণ মাদার্শা, রশিদ বাড়ী- ৪৩৩৭, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন, থানা- হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, অফিসার ইনচার্জ লাকসাম থানা, কুমিল্লাকে সরকারী মোবাইল ফোনে জানান যে, গত ২৮/০৫/২০২৩ইং তারিখ সকাল অনুমান ১০:৩০ ঘটিকার সময়ে তার ব্যবহৃত মোবাইল নম্বরে অজ্ঞাতনামা মোবাইল নম্বর থেকে কল করে ভিকটিমের নাম ও ঠিকানা জানতে চায়।
ভিকটিম তার নাম-ঠিকানা বলার পর প্রতারক নিজেকে কুমিল্লা জেলার লাকসাম থানার এসআই তারেক মর্মে পরিচয় দেয়। ভিকটিমের ব্যবহৃত মোবাইলটি মার্ডার মামলার নিহত ব্যক্তিটির মোবাইল ফোন আখ্যায়িত করে প্রতারক চক্রটি তার কাছে ১৫,০০০/- টাকা দাবী করে। অন্যথায় মার্ডার মামলার আসামী হবে। ভিকটিম ভয় পেয়ে প্রতারকের দেয়া বিকাশ নম্বরে টাকা পাঠান এবং প্রতারকের দেয়া ঠিকানামতে ভিকটিম এর ব্যবহৃত মোবাইল ফোন Samsung A71 সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে চট্টগ্রাম হতে লাকসাম শাখা, কুমিল্লায় প্রেরণ করেন। একই দিনে উক্ত প্রতারক আবারও টাকা দাবী করলে ভিকটিমের সন্দেহ হওয়ায় ভিকটিম লাকসাম থানার অফিসার ইনচার্জকে বিস্তারিত ঘটনা অবহিত করেন।
লাকসাম থানা পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ ও বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারক চক্রটির উপর বিশেষ নজরদারী অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায়, গতকাল ৩০/০৫/২০২৩ইং তারিখ ১০:৪৫ ঘটিকার সময়ে লাকসাম থানাধীন লাকসাম দক্ষিণ বাইপাস সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিস, লাকসাম শাখা, কুমিল্লায় প্রতারক চক্রের মূল হোতা ১। মোঃ সৌরভ আলী মজুমদার শুভ (২২), পিতা- ওয়াশিম মজুমদার, মাতা- পারভীন আক্তার, সাং- মজুমদার বাড়ী, পশ্চিম বেতাগাও, ০১নং ওয়ার্ড, নাঙ্গলকোট পৌরসভা, থানা- নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা, ২। আনিসুল হক শাহীন (১৯), পিতা- ইব্রাহীম, উভয় সাং- মজুমদার বাড়ী, পশ্চিম বেতাগাও, ০১নং ওয়ার্ড, নাঙ্গলকোট পৌরসভা, ৩। সাকিব (১৯), পিতা- শহীদুল ইসলাম, মাতা- বিবি কুলসুম, সাং- হাজী বজলুর রহমানের বাড়ী, ০২নং ওয়ার্ড, মক্রবপুর ইউনিয়ন, সর্বথানা- নাঙ্গলকোট, জেলা- কুমিল্লাদেরকে আটক করে। তাদের হেফাজত হতে ভিকটিমের Samsung A71 মোবাইলসহ ০৮(আট)টি এনড্রয়েড মোবাইল সেট উদ্ধার করে। তার মধ্যে iphone, Samsung সহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন আছে।
প্রতারক চক্রটি ভূয়া ফেসবুক আইডি হতে Market Place-Ctg sell bazar, Ctg iphone Sell Bazar, CTG SELL BAZAR - চট্টগ্রাম, ctg sell bazar (Agrabad More ), Ctg Sell Bazar, CTG Mobile Sell Bazar, Ctg Sell BazaR ( only for mobile), Ctg Mobile bazar নামীয় গ্রুপে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন মোবাইল ফোনের লোভনীয় বিজ্ঞাপণ আপলোড করে। উক্ত পোস্টে আপলোড করে মোবাইল সেট exchange করার জন্যও অফার দেয়।
তখন ক্রেতাগণ পোস্টে কমেন্ট করে মোবাইল ফোন ক্রয় করার জন্য বা exchange করতে চাইলে ক্রেতাদের সাথে যোগাযোগের জন্য অত্যন্ত সুকৌশলে মোবাইল নম্বর সংগ্রহ করে। ৪/৫ দিন পরে তাদের ভূয়া নিবন্ধিত মোবাইল নম্বর হতে পুলিশের এসআই পরিচয়ে কল দিয়ে সাধারন ক্রেতাদের সরলতার সুযোগ নেয়। প্রতারক চক্রটি তাদের ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-এর পরিচয়ে কল করে বিভিন্ন পেশার লোকজনদের ভয়ভীতি দেখিয়ে অত্যন্ত সুকৌশলে Whatsapp, Truecaller, Eyecon অ্যাপস-এর মাধ্যমে প্রতারণা করে আসছিল। উদ্ধারকৃত সব মোবাইল গুলো তারা অনলাইন প্রতারনার মাধ্যমে আত্মসাৎ করে। এ ঘটনায় ভিকটিম মোঃ নইম উদ্দিন আরশাদের অভিযোগের ভিত্তিতে লাকসাম থানার মামলা নং-১৫ তারিখ-৩১/০৫/২৩ ইং ধারা- ১৭০/৪০৬/৪২০/১০৯ পেনাল কোড রুজু হয়েছে।
মামলাটি তদন্তাধীন।