South east bank ad

সাভারে ইসলামী ব্যাংকের টাকা ছিনতাই, ১১ লাখ টাকা সহ গ্রেফতার ৩

 প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৪:০১ অপরাহ্ন   |   জেলা পুলিশ

সাভারে ইসলামী ব্যাংকের টাকা ছিনতাই, ১১ লাখ টাকা সহ গ্রেফতার ৩
সাভারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং থেকে এ টাকা জমা দেওয়ার সময় ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ১১ লাখ টাকা উদ্ধারসহ ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়

 রোববার (২৮ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান।  

এরআগে, শনিবার (২৭ মে) পটুয়াখালী থেকে জসিমকে গ্রেফতার করা হয় ও তার দেওয়া তথ্য মতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে শিমুল ও তাওহিদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-মাগুড়া জেলা থানার রাঘব দাইড় গ্রকমের মৃত জয়নুদ্দিনের ছেলে মো: শিমুল (৩৬), বরিশাল জেলার গৌরনদী থানার মৃত কাদের বেপারীর ছেলে মো: তাওহিদ ইসলাম (৪৫) ও পটুয়াখালী জেলার দশমিনা থানার ঠাকুরহাট বাজার এলাকার কালু হাওলাদারের ছেলে মো: জসিম উদ্দিন (৪৫)। এর মধ্যে শিমুলের নামে ঢাকার ডিএমপিসহ বিভিন্ন থানায় মানব প্রাচার, মাদকদ্রব্যসহ ৯ টি মামলা রয়েছে। এছাড়া তাওহিদ ইসলাম নামের ১ টি ও জসিমের নামে ৩ টি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়,  ৭ মে রাত ১০টার দিকে ইসলামী ব্যাংকের মার্কেটিং ম্যানেজার মো: হাবিবুর রহমান ও সিকিউরিটি ইনচার্জ নাঈম ইসলাম একটি কালো ব্যাগে নগদ ২৫ লাখ ৬০ হাজার টাকা নিয়ে ব্যাংকের হেমায়েতপুর শাখায় জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন। এসময় পথে আল-মকদানী রেস্তোরাঁর সামনে সাদা একটি প্রাইভেটকার তাদের আটকায়। এরপর প্রাইভেটকার থেকে দুষ্কৃতকারীরা বেরিয়ে তাদের সব টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ৮ মে সাভার মডেল থানায় একটি মামলা করেন ভুক্তভোগীরা।

 এতে আরও বলা হয়, পরবর্তীতে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই সুদীপ কুমার গোপ নেতৃত্বে সিসিটিভি ক্যামেরা দেখে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ২৭ মে পটুয়াখালী থেকে জসিম উদ্দিনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য মতে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে শিমুল ও তাওহিদ ইসলামকে গ্রেফতার করা হয়। সেই সাথে তাদের কাছে থাকা ২৫ লাখের ১১ লাখ টাকা উদ্ধার করা হয় এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।

 এসপি বলেন, ছিনতাইয়ের পর আসামিরা ৩ জন এক হয়ে  নিজের মধ্যে টাকা ভাগাভাগি করে শিমুল জমি-জমা বায়না করে, মো: তাওহিদ ইসলাম তার মায়ের চিকিৎসা করায় ও জসিম উদ্দিন ঘর নির্মানের জন্য টাকা ব্যয় করে। আসামীরা ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের নামে বিভিন্ন জেলার মামলা রয়েছে৷ আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: