ঢাকা জেলার পুলিশ লাইন্স মাঠে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

২৫/০৫/২০২৩ বৃহস্পতিবার ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিলব্যারাক পুলিশ লাইন্স মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা কর্তৃক অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
কোন বাড়ি, মিল, কল-কারখানা বা অন্য কোন জায়গায় আগুন লাগার কোন ঘটনা ঘটলে, আগুন কিভাবে দ্রুত নিয়ন্ত্রণ বা নিভানো যায় এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকার একটি চৌকশ দল উপস্থিত ঢাকা জেলা পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দিয়েছেন।
এ সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব নূরে আলম উপস্থিত ছিলেন।