ভোলায় রাখাল সেজে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করলো পুলিশ

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর তত্বাবধানে চর নাসরিন এলাকা হইতে ছদ্মবেশে রাখাল সেজে বন আইনে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে তজুমদ্দিন থানা পুলিশ।
অদ্য ২১ মে সকালে এসআই(নিঃ)/মোঃ রিসাত হোসাইন সংগীয় ফোর্স কনস্টেবল যুগল চন্দ্র, মামুন সহ কৌশলে ছদ্মবেশে রাখাল সেজে গোপন সংবাদের ভিত্তিতে চর জহির উদ্দিন হইতে সিআর ১৭/১৪(তজু), ধারা- বন আইনের ২৬(ক) ধারার(খ)(ঘ)(ঙ) অনুচ্ছেদ অনুযায়ী গ্রেফতারী পরোয়ানা মূলে ৬ (ছয়) মাসের সাজাপ্রাপ্ত আসামী আঃ রহিম পিতা জেবল বেপারী , সাং-,চর নাসরিন,সোনাপুর, ৩নং ওয়ার্ড,থানা তজুমদ্দিন, জেলা ভোলাকে গ্রেফতার করেন।