South east bank ad

ভালো কাজের স্বীকৃতি পেলেন কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা

 প্রকাশ: ১২ মে ২০২৩, ০২:৪৬ অপরাহ্ন   |   জেলা পুলিশ

ভালো কাজের স্বীকৃতি পেলেন কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা
ক্লুলেস মামলার রহস্য উদঘাটন এবং অস্ত্র, গুলি, মাদকদ্রব্য উদ্ধারসহ ভালো কাজের স্বীকৃতি পেলেন কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ পুলিশ কর্তৃক তাদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়

 বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আরআই এবিএম আব্দুল হালিম মিলনায়তনে মাসিক অপরাধ নিয়ন্ত্রণ পর্যালোচনা সভায় কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার) ম।

চলতি বছরের ১লা মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী পুলিশের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের তালিকা করে বিশেষ পুরস্কার প্রদান করেন মাননীয় আইজিপি মহোদয়। এসব পুরস্কারের মধ্যে ২৪টি পুরস্কার অর্জন করে কুমিল্লা জেলা পুলিশ। এর মধ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৯টি, কোতয়ালি মডেল থানা ৫টি, হোমনা থানা ৩টি, মেঘনা থানা ২টি, দাউদকান্দি, বরুড়া, ব্রাহ্মণপাড়া, বাঙ্গরাবাজার, চৌদ্দগ্রাম একটি করে পুরস্কার লাভ করে।

ভালো কাজের স্বীকৃতিস্বরুপ সমগ্র বাংলাদেশের সকল পুলিশ ইউনিটের মধ্যে কুমিল্লা জেলা পুলিশ সাড়ে ২২ শতাংশ পুরস্কার অর্জন করেছে। পুলিশ সুপার মহোদয় মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ পুলিশ মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এই পুরস্কার দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাদের আরো উৎসাহিত করবে।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: