শেরপুর জেলা পুলিশের উদ্যোগে নাটক ‘সূর্যদীর গল্প’ তৃতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শেরপুর সদর উপজেলার ঐতিহাসিক সূর্যদী গণহত্যা'র ঘটনা অবলম্বনে নির্মিত ‘সূর্যদীর গল্প’ নাটকটি শেরপুর জেলা পুলিশের উদ্যোগে তৃতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ লাইনস্ মাল্টিপারপাস শেডে (৭ মে ) রাত্রি ৯ ঘটিকায় নাটকটির মঞ্চায়ন আনুষ্ঠানে জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটকটির মঞ্চায়ন উপভোগ করেন জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী।
মঞ্চায়ন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপভোগ করেন পুলিশ কমিশনার সহধর্মিণী এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী; জনাব সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, শেরপুর; জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেরপুর; জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শেরপুর; জনাব সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেরপুর; জনাব তাহমিনা আক্তার সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), শেরপুর সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্য নাটকটির মঞ্চায়ন উপভোগ করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৪ নভেম্বর সকাল ৮টায় স্থানীয় রাজাকারদের নির্দেশে শেরপুর সদর উপজেলার সূর্যদী গ্রামে পাক হানাদার বাহিনী নিরীহ মানুষের উপর ঝাপিয়ে পড়ে। সেদিন গ্রামবাসী কিছু বুঝে ওঠার আগেই পাক বাহিনীরা ছুঁড়তে থাকে এলোপাতাড়ি গুলি এবং পুড়িয়ে ছাই করে দেয় প্রায় দুইশ' ঘরবাড়ি।
ওই সময় গ্রামের একটি ধানক্ষেতে লুকিয়ে থাকা মুক্তিযোদ্ধা আফছার উদ্দিন দূর থেকেই ফাঁকা গুলি করতে থাকেন। গুলির আওয়াজ পেয়ে পাকবাহিনীরা লাইনে দাঁড় করানো লোকদের ফেলে রেখে ছুটে যায় তার সন্ধানে। পরে পাকসেনারা মুক্তিযোদ্ধা আফছার উদ্দিন ও সূর্যদী গ্রামের মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানকে একটি ধানখেতে নির্মমভাবে হত্যা করে। সেদিন মুক্তিযোদ্ধা আফছারের আত্মত্যাগের বিনিময়ে প্রায় পঞ্চাশ জন নিরীহ গ্রামবাসী প্রাণে বেঁচে যায়। সেইসাথে শহীদ হয় গ্রামের মোট ৪৯ জন নিরীহ মানুষ।
সেদিনের ঘটনা অবলম্বনে ‘সূর্যদীর গল্প’ নাটকটি পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম গবেষণা ও সার্বিক তত্ত্বাবধানে রচনা করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইমরান আহম্মেদ পিপিএম ও শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জনাব শিবশংকর কারুয়া । নাটকটি জেলা পুলিশের আয়োজনে ৩য় বার পুলিশ লাইনস্ মাল্টিপারপাস শেডে সফল মঞ্চায়ন অনুষ্ঠিত হলো।