লেমনকে গুলি করার ঘটনায় জড়িত সকল আসামিদের গ্রেপ্তার

লেমনকে গুলি করার ঘটনায় জড়িত সকল আসামিদের পাঁচ দিনের মধ্যেই একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার
গত ৩০/০৪/২০২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ৭:৩০ ঘটিকার সময় ভিকটিম লেমন (২২), পিতা- ফারুক হোসেন গ্রাম- নতুন বান্দুরা, থানা- নবাবগঞ্জ জেলা- ঢাকা তার বন্ধু সাব্বির (২২) সহ নুরনগর ব্রিজের উপর তাহার মোটরসাইকেল রেখে ব্রিজের উপর দাঁডিয়ে গল্প করতেছিল।
তখন বারুখালী হতে বান্দুরাগামী একটি মোটরসাইকেল যোগে আসামি ১/ মোঃ শরিফ (২৩) পিতা- তালেব আলী ২/ জনি (২৬) পিতা- মিরজন গ্রাম- নতুন বান্ধুরা থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকাসহ অজ্ঞাতনামা আরও ০১ জন এসে পূর্ব শত্রুতার জের হিসেবে লেমনকে হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে ৪/৫ রাউন্ড গুলি করে। একটি গুলি ভিকটিম লেমনের নাভির ৪ থেকে ৫ ইঞ্চি নিচে লাগলে লেমন গুরুতর আহত হয়।
তখন আসামিরা একই মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। বর্তমানে লেমন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। সংবাদ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাৎক্ষণিক নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঘটনাস্থল হতে চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করেন।
উক্ত ঘটনায় ভিকটিম লেমনের পিতা- মোঃ ফারুক হোসেন বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করলে নবাবগঞ্জ থানার মামলা নম্বর- ০২ তারিখ- ০১/০৫/২০২৩ ধারা- ৩২৬/৩০৭/৩৫৬/৩৪ পেনাল কোড রুজু হয়।
পরবর্তীতে পুলিশ সুপার, ঢাকা জনাব মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) নির্দেশনায় মোঃ সিরাজুল ইসলাম শেখ, পিপিএম, অফিসার ইনচার্জ, নবাবগঞ্জ থানা, ঢাকার নেতৃত্বে মামলা তদন্তকারী অফিসার এসআই কাজী নাসের সহযোগী এসআই শ্যামলেন্দু ঘোষ, এসআই শিমুল সঙ্গীয় ফোর্সের একটি চৌকস টিম চাঁদপুর জেলা ও ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সম্পৃক্ত এজাহার নামীয় আসামী ১/ মোঃ শরীফ অপর তিনজন আসামিসহ মোট চারজন আসামী গ্রেফতার করেন। আসামিদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত বিষয়টি স্বীকার করে এবং তাদের স্বীকারোক্তি মতে ঘটনায় ব্যবহৃত পিস্তল ০৫ রাউন্ড গুলিসহ, ০১ টি ধারালো চাপাতি ও ০১ টি অটোগিয়ার চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ
এজাহার নামীয় আসামী
১/ মোঃ শরীফ (২৮), পিতা- শেখ তালেব আলী, গ্রাম- নতুন বান্দুরা ইউপি- বান্দুরা থানা- নবাবগঞ্জ জেলা- ঢাকা।
অপর আসামি ২/ আরাফাত ইসলাম রাকিব (২০), পিতা- মৃত শেখ ফরহাদ গ্রাম- বানাঘাটা (শেষ মসজিদ) থানা- দোহার, জেলা- ঢাকা,
৩/ আল আমিন (২০) পিতা- হান্নান গ্রাম-কাচারি ঘাট (শিশির রোড), থানা দোহার জেলা ঢাকা,
৪/ আওয়াল (৩৮) পিতা- মৃত ফজলুর রহমান গ্রাম- নতুন বান্দুরা, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা।
জব্দকৃত আলামতঃ
০৫ রাউন্ড গুলি সহ একটি পিস্তল, ০২টি চাপাতি ও ০১টি অটোগিয়ার চাকু।