কাপ্তাই থানা, পাগলীপাড়া পুলিশ ক্যাম্প ও রেশম বাগান পুলিশ চেকপোস্ট পরিদর্শনে পুলিশ সুপার

আজ ০৭ মে ২০২৩ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই থানা বার্ষিক, পাগলীপাড়া পুলিশ ক্যাম্প ও রেশম বাগান পুলিশ চেকপোস্ট আকষ্মিক পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) ।
পুলিশ সুপার কাপ্তাই থানা এবং রেশম বাগান পুলিশ চেকপোস্টে পৌঁছালে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ এবং কাপ্তাই ট্রাফিকের পক্ষ থেকে ফুলেল অভ্যর্থনা প্রদান করেন। এসময় পুলিশ সুপার কে কাপ্তাই থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানা, চেকপোস্ট এবং ক্যাম্প কম্পাউন্ড ঘুরে দেখেন। অস্ত্রাগার, মালখানা, খাবারের মেস, ফোর্সের আবাসন ব্যবস্থা, কাপ্তাই থানায় রক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ সহ সার্বিক বিষয়ে তদারকি করেন এবং থানায় ও ক্যাম্পে রক্ষিত পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এসময় তিনি নবনির্মিত কাপ্তাই থানার নির্মাণ কাজের অগ্রগতির বিষয়ে সরেজমিনে পরিদর্শন করত: খোঁজখবর নেন।
পরে পুলিশ সুপার থানা, চেকপোস্ট এবং ক্যাম্পে উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে উন্মুক্ত আলোচনা করেন এবং তাদের কল্যাণসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ নানান বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
এসময় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব রওশন আরা রব সহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।