মানিকগঞ্জ শহরে এক রাতে ১৫ দোকানে চুরির ঘটনায় জড়িত চোর চক্রের দু্ই সদস্য গ্রেফতার

গত ২৬ এপ্রিল (বুধবার) দিবাগতরাতে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকার মা জেনারেল স্টোরের ভিতর রাতের আধারে সু-কৌশলে প্রবেশ করে ড্রয়ারের তালা ভেঙ্গে সিগারেট, মোবাইল কার্ড এবং নগদ টাকা চুরির ঘটনা ঘটে। এছাড়াও মানিকগঞ্জ শহরের বিভিন্ন জায়গার একই ভাবে আরো ১৪ টি দোকানে চুরির ঘটনা সংঘঠিত হয়। উক্ত ঘটনায় মা জেনারেল স্টোরের মালিক মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে মানিকগঞ্জ থানার একটি মামলা দায়ের করেন।
ঘটনার পরে ঐ দিন সকাল ১০ ঘটিকায় চুরি হওয়া ১৫ দোকান পরিদর্শন করেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার, মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার।
একইদিন বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে উক্ত ঘটনার রহস্য উৎঘাটন ও আসামী গ্রেফতার সহ চোরাই মালামাল উদ্ধারের জন্য অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইমতিয়াজ আহম্মেদ (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার জনাব কামরুল হাসান সদর সার্কেল মানিকগঞ্জ, জনাব মোঃ আঃ রউফ সরকার অফিসার ইনচার্জ মানিকগঞ্জ থানা ও জনাব আবুল কালাম আজাদ, ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা মানিকগঞ্জ দের সমন্বয়ে একটি চৌকস অভিযানিক টিম ঘঠন করার জন্য নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার ।
পরবর্তীতে পুলিশ পরিদর্শক জনাব মোঃ মজিবুর রহমান, পুলিশ পরিদর্শক জনাব মোশারফ হোসেন, এসআই (নিঃ) মোঃ টুটুল উদ্দিন, এসআই (নিঃ) মোঃ জুলহাস মিয়া, এসআই (নিঃ) আজাহারুল ইসলাম, এসআই (নিঃ) মনিরুল ইসলাম, এসআই (নিঃ) জুয়েল রানা, এএসআই (নিঃ) মোঃ ইমরান হাসান শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় ঘটনা বিশ্লেষন করে ইং-০৩/০৫/২০২৩ তারিখ ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া এলাকা হতে ঘটনার সাথে জড়িত ১। মোঃ তানভীর হোসেন ইসলাম (২৩), পিতা : চুনু মিয়া, সাং-ভাদেশ্বর, থানা: গোপালগঞ্জ, জেলা-সিলেট, ২। মোঃ মোস্তফা মিয়া (২২), পিতা: মোঃ আছই মিয়া, সাং- বাধিগিরা, থানা: লাখাই, জেলা- হবিগঞ্জদ্বয়কে গ্রেফতার করে।
এসময় তাদের হেফাজত হতে চোরাই মালামাল উদ্ধার এবং গ্রেফতারকৃত ঐ দুই চোর সদস্য ঘটনার সাথে সম্পৃক্ত অপর দুই সহযোগী পলাতক চোর মোঃ রিপন, পিতা-আমির হোসেন, সাং-ভাড়াউয়া, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার ও রাকিবুল হাসান সাকিব ওরফে হাসান (৩৮) পিতা-মৃত সোহরাব হোসেন, সাং-ঢালীকান্দি, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকাদ্বয়ের নাম প্রকাশ করে। তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায় মানিকগঞ্জ শহর এলাকায় গত ২৭/০৪/২৩ তারিখ রাত ০৩.০০ ঘটিকা হতে ০৪.৩০ ঘটিকার মধ্যে দোকানের বন্ধ সাটার লোহার রড এবং বাঁশ দিয়ে কৌশলে উচা করে দোকানের ভিতরে প্রবেশ করিয়া নগদ টাকা চুরি করে এবং কিছু দোকানে চুরির চেষ্টা করে।