South east bank ad

লক্ষীপুর পুলিশ সুপারের তড়িৎ পদক্ষেপে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হলো না মেয়েটি

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৪১ অপরাহ্ন   |   জেলা পুলিশ

লক্ষীপুর পুলিশ সুপারের তড়িৎ পদক্ষেপে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হলো না  মেয়েটি
লক্ষ্মীপুর মডেল থানাধীন মোল্লা বাড়ি জামে মসজিদের ইমাম জনাব তাজুল ইসলাম গত ২৭ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ লক্ষীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দাখিল করেন এই মর্মে যে, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী দশম শ্রেণীতে অধ্যায়নরত মেয়ে তাহামিনা আক্তার (১৫) ২৭ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখে স্কুল থেকে বিদায় অনুষ্ঠান শেষে বাড়ি না ফিরে নিখোঁজ হন। 

গতকাল ২৯ এপ্রিল ২০২৩ তারিখে তার বাবা, বড় ভাই ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ পুলিশ সুপার  কার্যালয়ে হাজির হয়ে তাহার কাছে অনেক অনুনয় বিনিনয় ও অনুরোধ করে মেয়েটিকে উদ্ধার করে দেওয়ার জন্য। যেন এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। 

 পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ  নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, লক্ষ্মীপুর মডেল থানা ও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং এসআই/নিঃ মোঃ জুয়েল হোসেন এর তড়িৎ পদক্ষেপ গ্রহণ ও আন্তরিক প্রচেষ্টা এবং তৎপরতার ফলে অত্যাধুনিক ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে তারা অদ্য ৩০ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ ভোর রাতের মধ্যেই সিলেট থেকে উক্ত মেয়েটিকে উদ্ধার করে লক্ষ্মীপুরে এনে তাকে এসএসসি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। 

মেয়েটির বাবা মেয়েটিকে পুলিশের তাৎক্ষণিক তৎপরতার মাধ্যমে হাতে পেয়ে এবং পরীক্ষায় অংশগ্রহণ করাতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য অদ্য ১৫.০০ ঘটিকার সময় মেয়েটির বাবা ও বড় ভাই পুলিশ সুপার কার্যালয় হাজির হন এবং পুলিশ সুপারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: