South east bank ad

বরিশাল জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুলিশ সমাবেশ-২০২৩ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি প্রশাসন

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ১২:১২ অপরাহ্ন   |   জেলা পুলিশ

বরিশাল জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুলিশ সমাবেশ-২০২৩ অনুষ্ঠানে  অতিরিক্ত আইজিপি প্রশাসন
 ২৮ এপ্রিল ২০২৩ খ্রিঃ শুক্রবার বরিশাল জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুলিশ সমাবেশ-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) জনাব মোঃ কামরুল আহসান বিপিএম (বার) । 

বরিশাল রেঞ্জের  ডিআইজি জনাব এস এম আক্তারুজ্জামান উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব ওয়াহিদুল ইসলাম বিপিএম । এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার) সহ বরিশালের সকল পুলিশ ইউনিটের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই  প্রধান অতিথি মহোদয় ক্রীড়া পতাকা উত্তোলন করে এবং অগ্নিশিখা প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপরে  প্রধান অতিথি  বরিশাল জেলা পুলিশের ক্রীড়া প্যারেড পরিদর্শন করেন।

পরবর্তীতে স অতিথিবৃন্দ বরিশাল জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মনোমুগ্ধকর ইভেন্টসমূহ উপভোগ করেন। এখানে গতানুগতিক ইভেন্টের পাশাপাশি নতুন কিছু ইভেন্ট যেমন হার্ডেল রেস, কারাতে, সিআরটি (ক্রাইসিস রেসপন্স টিম), ফায়ার রিং জাম্পসহ ইউনিক বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয় যা উপস্থিত সকল দর্শকদের মুগ্ধ করে।

এরপরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথিসহ বিশেষ অতিথিগণ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অতঃপর সন্ধ্যায় বরিশাল জেলা পুলিশ কর্তৃক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বরিশাল জেলার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দসহ বরিশাল জেলার পুলিশ পরিবারের সদস্যবৃন্দ সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠান উপভোগ করেন।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: