রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়

২২ এপ্রিল ২০২৩খ্রি: রাঙ্গামাটির পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম(বার) এবং পুনাক সভানেত্রী জনাব লাক্সমী পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৩ উপলক্ষ্যে নিজ বাস ভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি জনাব দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জনাব ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি, রাঙ্গামাটি বিজিবি সেক্টর কমান্ডার জনাব কর্ণেল গাজী শহিদুল্লাহ, বিজিবিএমএস, রাঙ্গামাটি ডিজিএফআই জনাব কর্ণেল মো: হুমায়ুন রাশেদ, পিএসসি, জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব অংসুই প্রু চৌধুরী সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজসহ রাঙ্গামাটি জেলা পুলিশের অফিসার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।