পবিত্র ঈদের দিন অফিসার ও ফোর্সদের নিয়ে হবিগঞ্জ পুলিশ সুপারের প্রীতিভোজ

শনিবার ২২ এপ্রিল, দুপুরে পুলিশ লাইন্স, হবিগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা পুলিশ, হবিগঞ্জ এর আয়োজনে জনাব এস এম মুরাদ আলি, পুলিশ সুপার, হবিগঞ্জের সভাপতিত্বে পুলিশ লাইন্সে কর্মরত অফিসার ও ফোর্সদের নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এছাড়া উক্ত প্রীতিভোজে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সম্মানিত সভানেত্রী মিসেস তাহেরা রহমান, সহধর্মিণী, পুলিশ সুপার, হবিগঞ্জ।
এ সময় পুলিশ সুপার মহোদয় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণকৃত জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রীতিভোজে সঠিকভাবে খাবার পরিবেশন হচ্ছে কি না তা পরিদর্শন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, মিসেস মমিয়া মজুমদার, সহধর্মিণী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), হবিগঞ্জ, পুলিশ সুপার মহোদয়ের তনয় ও তনয়া, জনাব গোলাম মর্তুজা, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, হবিগঞ্জৎ আরআই, পুলিশ লাইন্স, হবিগঞ্জসহ জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সগণ।