চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

বিডিএফএন লাইভ.কম
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে আজ রোববার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় পুলিশ সুপারের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে মার্চ/২০২২ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের উক্ত কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসারদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন।
পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত অসুবিধা সমাধান সহ সার্বিক বিষয়ে ব্যাপক আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়ীতে দৈনন্দিন ব্যবহার্য্য জিনিষ পত্রাদি প্রদান করেন। বিভিন্ন ক্যাটাগরিতে অত্র জেলার ১০জন শ্রেষ্ঠ পারফরমেন্সকারীদের পুলিশ সুপার মহোদয় ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চুয়াডাঙ্গা সম্প্রতি অত্র জেলা হতে সাতক্ষীরা জেলায় বদলীর আদেশ প্রাপ্ত হন।
কনক কুমার দাস গত ৪ জানুয়ারি জেলা পুলিশ, চুয়াডাঙ্গায় অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। তিনি চুয়াডাঙ্গা জেলায় যোগদান করে কর্মদক্ষতা, সততা, পেশাদ্বারিত্ব ও মানবীয় গুনবলী দ্বারা ইতোমধ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও চুয়াডাঙ্গা বাসীর নিকট জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা জেলা পুলিশের পক্ষ থেকে কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চুয়াডাঙ্গা'র বদলী জনিত বিদায় উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সৌজন্য উপহার সামগ্রী প্রদান করেন।
উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ মুন্না বিশ্বাস, সহকারি পুলিশ সুপার(দামুড়হুদা সার্কেল) সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (এডমিন), আরআই পুলিশ লাইন্সসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ফোর্সবৃন্দ।