South east bank ad

সিরাজগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের ২য় দিন

 প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৮:৫২ অপরাহ্ন   |   জেলা পুলিশ

সিরাজগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের ২য় দিন
বিডিএফএন লাইভ.কম

"চাকরি নয়, সেবা" এই স্লোগানে আজ সোমবার (২১ মার্চ) ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের সকাল ৮.টা হতে সিরাজগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে শারীরিক সক্ষমতা যাচাই Physical Endurance Test (PET) এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ-আপ), ৩য় ইভেন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এ সময় পুলিশ সুপার চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে শুধুমাত্র যোগ্য ও মেধাবীদের চাকরি দেয়া হবে। এবারের কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত পন্থায়। যে সকল পরীক্ষার্থী শারীরিক সক্ষমতায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভালো করবে; শুধুমাত্র তারাই এবার কনস্টেবল পদে নিয়োগ পাবে। 

তিনি আরো বলেন, এ বছর যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)'পদে নিয়োগপ্রাপ্ত হবেন, তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবেন, বিধায় তারা এবং তাদের পরিবার কোন প্রকার প্রতারক ও দালাল চক্রের খপ্পরে না পড়ে এ বিষয়ে সতর্ক থাকার জন্য সকলকে আহ্বান জানান। 

উক্ত পরীক্ষায় সিরাজগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম, নিয়োগ বোর্ডের সদস্যগণ, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: