South east bank ad

বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

 প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ০৩:০০ অপরাহ্ন   |   জেলা পুলিশ

বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
বিডিএফএন লাইভ.কম

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল (১৭ মার্চ) সকাল ৯টার দিকে সিলেট জেলা প্রশাসক কার্যালয় ও পরবর্তীতে সিলেট জেলা পুলিশ লাইন্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।  এসময় পুলিশ কমিশনার মহোদয়ের সাথে শ্রদ্ধা নিবেদন করেন এসএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা পিপিএম সহ এসএমপি'র উর্ধ্বতন কর্মকতাগন উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সিলেট হতে জেলা স্টেডিয়াম সিলেট পযর্ন্ত এক বর্ণাঢ্য র‌্যালিতে অনুষ্ঠিত হয়। 

“বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার” শ্লোগানকে সামনে রেখে আয়োজিত উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বিভাগীয় কমিশনার সিলেট, মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, ডিআইজি সিলেট রেঞ্জ, এসএমপি পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ এবং  এসএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন অফিসারগণসহ বিভিন্ন ইউনিট হতে আগত পুলিশ সদস্যগণ।

পরবর্তীতে বেলা ১০টার দিকে জেলা স্টেডিয়াম আয়োজিত “মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা” র উদ্বোধন করেন ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, বিভাগীয় কমিশনার সিলেট সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: