বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ভোলা জেলা পুলিশের কেক কাটা ও আলোচনা সভা

বিডিএফএন লাইভ.কম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে পুলিশ লাইন ড্রীলশেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
অনুষ্ঠানের শুরুতে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২’ উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে কেক কাটেন মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শিশুদের উদ্দেশ্যে বলেন, 'জাতীয় শিশু দিবস' আমাদের বঙ্গবন্ধুর শৈশব মনে করিয়ে দেয়। আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ।
সুতরাং ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তোমাদেরও বঙ্গবন্ধুর মতো স্বপ্ন দেখতে হবে সোনার বাংলাদেশ গড়ার।এজন্য তোমাদের বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে, তাঁর আদর্শ ধারণ করে সোনার মানুষ হতে হবে।
এ সময় মোঃ আব্বাস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ভোলা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, আরআই পুলিশ লাইন্স, ভোলা, আরওআই রিজার্ভ অফিস, ভোলা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।