বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে মানিকগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন আয়োজন

বিডিএফএন লাইভ.কম
আজ বৃহস্পতিবার (১৭ ই মার্চ) বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে মানিকগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলশেডে রাত ১২.০১ মিনিটে ১০২ টি মোমবাতি প্রজ্বলিত করে ও কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
এসময় মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন উপজেলার চেয়ারম্যানসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।