চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে বিট পুলিশিং কার্যক্রম

আজ ০২/১২/২০২১ তারিখ জনাব মোহাম্মদ হাছান চৌধুরী, পুলিশ সুপার, রেলওয়ে জেলা, চট্টগ্রাম মহোদয়ের নির্দেশনায় জনাব মোহাম্মদ ইব্রাহিম, সহকারী পুলিশ সুপার(সদর), রেলওয়ে জেলা, চট্টগ্রাম এবং জনাব মোঃ নাজিম উদ্দিন, ওসি, চট্টগ্রাম রেলওয়ে থানাসহ অন্যান্য অফিসার ও ফোর্স বাংলাদেশ মিলিটারি একাডেমী হতে টোবাকো রেলওয়ে এলাকা পর্যন্ত চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে রেললাইন বরাবর হেঁটে হেঁটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে বিট পুলিশিং করেন । খেলাচ্ছলে কেউ যেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ না করে সেই বিষয়ে রেললাইনের পাশে বসবাসকারী জনসাধারণকে অনুরোধ করেন।
এছাড়াও অদ্য ০২/১২/২০২১ তারিখ জনাব মোঃ সাইফুল ইসলাম, ইনচার্জ, ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ী কর্তৃক ফেনী রেলওয়ে স্টেশনে এবং জনাব মোঃ খোরশেদ আলম, ইনচার্জ, সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাড়ী কর্তৃক সীতাকুন্ড রেলওয়ে স্টেশনে বিট পুলিশিং সভা করেন। সভায় সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, আরএনবি, রেলওয়ে কর্মকর্তা/কর্মচারী, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, মোতায়াল্লীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং রেলওয়ে পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় সম্মানিত অভিভাবকরা যেন তাদের সন্তানদের পাথর নিক্ষেপের কুফল সম্পর্কে বর্ণনা করেন, তার জন্য বলা হয়েছে। সম্মানিত স্কুলের শিক্ষকগন যাতে পাঠদানের সময় ছাত্রছাত্রীদের পাথর নিক্ষেপের কুফল সম্পর্কে বর্ণনা করেন, তার জন্য অনুরোধ করা হয়েছে। সম্মানিত মসজিদের ইমানগন জুমার নামাজের খুতবার আগে সম্মানিত মুসল্লিদের পাথর নিক্ষেপের কুফল সম্পর্কে অবহিত করেন, তার জন্য অনুরোধ করা হয়েছে। সর্বোপরি রেললাইনের বরাবর বসবাসকারী জনসাধারণগন যাতে নিজেরা সচেতন হন এবং তাদের সন্তানদের সচেতন করেন তার জন্য অনুরোধ করা হয়েছে । পাথর নিক্ষেপ প্রতিরোধে রেলওয়ে পুলিশের পক্ষ হতে লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়াও পাথর নিক্ষেপের শাস্তি সম্পর্কে সবাইকে অবহিত করা হয়।
সভায় ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সকলের সহযোগিতা চাওয়া হলে সকলেই রেলওয়ে পুলিশকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন মর্মে জানান। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে বিট পুলিশিং সভা অব্যাহত থাকবে।