South east bank ad

দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ৩ জুয়ারী গ্রেফতার

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ০১:৪৮ পূর্বাহ্ন   |   জেলা পুলিশ

দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ৩ জুয়ারী গ্রেফতার
বিডিএফএন লাইভডটকম

সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনর্চাজ এর দিক-নিদের্শনায় এসআই(নিঃ)/কাজী রিপন সরকার নেতৃত্বে কং/১৬২৭ অমিত চন্দ্র দাস, কং/৩৩২ মোঃ জসিম উদ্দিন সহ দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার ফুলকলি মিষ্টি দোকানের পিছন হতে শুক্রবার (৫ নভেম্বর) আসামী সেবুল মিয়া (২৮) পিতা- আব্দুল নূর, সাং- তেতলী, চেরাগী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, জাবেদ (৩০) পিতা-তৈইর আলী, সাং- লালাবাজার, হিলু রাজীবাড়ী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট ও মোঃ তফুর মিয়া (৫০) পিতা-মৃত আলিম উল্লা, সাং- লালাবাজার, বাদশা মিয়ার কলোণী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’দেরকে জুয়া খেলার জমায়েত হতে আটক করতঃ সকল জুয়ারীদের’কে বিধিমোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: