দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ৩ জুয়ারী গ্রেফতার

বিডিএফএন লাইভডটকম
সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনর্চাজ এর দিক-নিদের্শনায় এসআই(নিঃ)/কাজী রিপন সরকার নেতৃত্বে কং/১৬২৭ অমিত চন্দ্র দাস, কং/৩৩২ মোঃ জসিম উদ্দিন সহ দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার ফুলকলি মিষ্টি দোকানের পিছন হতে শুক্রবার (৫ নভেম্বর) আসামী সেবুল মিয়া (২৮) পিতা- আব্দুল নূর, সাং- তেতলী, চেরাগী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, জাবেদ (৩০) পিতা-তৈইর আলী, সাং- লালাবাজার, হিলু রাজীবাড়ী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট ও মোঃ তফুর মিয়া (৫০) পিতা-মৃত আলিম উল্লা, সাং- লালাবাজার, বাদশা মিয়ার কলোণী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’দেরকে জুয়া খেলার জমায়েত হতে আটক করতঃ সকল জুয়ারীদের’কে বিধিমোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।