ভোলা জেলা বিশেষ শাখার সদস্যদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

ভোলা জেলা পুলিশ এর আয়োজনে আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ১২টায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার ভোলা এর সভাপতিত্বে জেলা বিশেষ শাখা (ডিএসবি) ভোলার সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত জেলা বিশেষ শাখার সদস্যদের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন। তিনি পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করে বলেন বিশেষ শাখা সহ জেলা পুলিশের সকল ইউনিটে কোন ধরনের অনিয়ম, অপেশাদারিত্ব বরদাস্ত করা হবে না। সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকলকে নিদের্শনা প্রদান করেন।
সভায় জেলা বিশেষ শাখা (ডিএসবি) ভোলার সদস্যদের পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট /ড্রাইভিং,চাকুরির ভেরিফিকেশন ও অন্যান্য তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা। তিনি আরো বলেন কোনভাবেই অসাধুচক্র পাসপোর্ট, ড্রাইভিং ভেরিফিকেশনে দুর্নীতি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে অসাধুচক্র কোন প্রকার আর্থিক লেনদেন বা দুর্নীতি করতে না পারে সে দিকে গোয়েন্দা নজরদারি অব্যহত রাখার নির্দেশ প্রদান করেন।