South east bank ad

শেখ রাসেলের জন্মদিনে চুয়াডাঙ্গা জেলা পুলিশের নানা কর্মসূচি

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ০৪:৩০ অপরাহ্ন   |   জেলা পুলিশ

শেখ রাসেলের জন্মদিনে চুয়াডাঙ্গা জেলা পুলিশের নানা কর্মসূচি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে আজ সোমবার ১৮ অক্টোবর তারিখ সকাল ৭টার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় ডিসি সাহিত্য মঞ্চে অবস্থিত শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন । 

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম সরকার, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা, কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো. মুন্না বিশ্বাস, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা থানা ও জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, আরআই, পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের সব স্তরের অফিসার ফোর্স, জেলা প্রশাসন ও সরকারি, আধা-সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারি, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: