পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা দাবা লীগ-২০২১ উদ্বোধন

পিরোজপুর জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় জেলা স্টেডিয়ামে গতকাল শনিবার ১৭ অক্টোবর জেলা দাবা লীগ-২০২১-এর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এতে সভাপতিত্ব করেন গোলাম মাওলা নকীব সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, পিরোজপুর।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান পিপিএম-সেবা, জেলা পুলিশের সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং দাবা খেলোয়াড়রা।