চুয়াডাঙ্গায় পুলিশ সুপারেরর তত্ত্বাবধায়নে সুখের সংসার ফিরে পেল নাজমা

মোছা. নাজমা খাতুন (২৩), পিতা- মো. মিজানুর রহমান, সাং- আনসারবাড়িয়া, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গার সঙ্গে মো. সোহাগ হোসেন (৩২), পিতা- মো. শামীম হোসেন, সাং- দশমী, থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গার অনুমান ৪ বছর পূর্বে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয়।
দাম্পত্য জীবনে তাদের ১টি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। বিবাহের পর থেকে মো. সোহাগ হোসেন ও তার পরিবারের লোকজন যৌতুকের দাবিতে নাজমা খাতুনকে শারীরিক ও মানুষিক অত্যাচার করতে থাকে। নাজমার পিতা-মাতা বিভিন্ন সময়ে নগদ টাকা এবং আসবাবপত্র মেয়ের সংসারের সুখের কথা চিন্তা করে পাঠায়। তবুও অত্যাচার কমে না শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে শতকষ্ট সহ্য করে নাজমা সংসার করছিলেন।
একপর্যায়ে নাজমা তার স্বামী ও তার পরিবারের নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে তার শিশু কন্যাকে নিয়ে পিতার বাড়িতে চলে আসে এবং সন্তানকে নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার উক্ত অভিযোগটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চুয়াডাঙ্গার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান এবং এএসআই আহসান কবিরের মাধ্যমে গতকাল ১৩ অক্টোবর ২০২১ইং তারিখ উভয় পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের প্রত্যক্ষ মধ্যস্থতায় মো. সোহাগ হোসেন তার স্ত্রী নাজমাকে নিয়ে সব বিবাদ ভুলে সংসার করতে সম্মত হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে মোছা. নাজমা খাতুন ফিরে পেল তার সুখের সংসার।