চুয়াডাঙ্গা জেলার সহকারি পুলিশ সুপারের কার্যালয় এর অফিস কার্যক্রম পরিচালনার শুভ উদ্বোধন

মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। সেবাই পুলিশের ধর্ম। বাংলাদেশ পুলিশ জনসাধারণের সেবায় সর্বদা বদ্ধ পরিকর। পুলিশী সেবা ও কাজকে আরোও গতিশীল ও জনগণের দৌড় গোড়ার পৌছানোর লক্ষে সহকারি পুলিশ সুপারের কার্যালয় (দামুড়হুদা সার্কেল, চুয়াডাঙ্গা এর অফিস কার্যক্রম পুলিশ সুপারের কার্যালয় হতে জীবননগর ও দামুড়হুদা থানার মধ্যবর্তী স্থান দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন মনোরম পরিবেশে স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম।
চুয়াডাঙ্গা’র পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর ঐকান্তিক চেস্টা ও উদ্যোগের ফলে অবশেষে সহকারি পুলিশ সুপারের কার্যালয় (দামুড়হুদা সার্কেল) স্থানান্তরের সকল কার্যক্রম সম্ভব ও সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর, ২০২১) চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম লাল ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সহকারি পুলিশ সুপারের কার্যালয় (দামুড়হুদা সার্কেল) অফিসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ মুন্না বিশ্বাস, অফিসার ইনচার্জ চুয়াডাঙ্গা সদর থানা আবু জিহাদ ফকরুল আলম খান, দর্শনা থানা অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ এ.এইচ.এম লুৎফুল কবীর সহ বিভিন্ন স্থরের অফিসার ফোর্সবৃন্দ।