শিরোনাম

South east bank ad

শাহ আমানতে ৩০ লাখ টাকার সিগারেট জব্দ

 প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন   |   দেশ

শাহ আমানতে ৩০ লাখ টাকার সিগারেট জব্দ

শাহ আমানত বিমানবন্দরে ৩০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা ।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে কাস্টমস কর্মকর্তারা এই তথ্য জানান।

জানা গেছে, সিগারেটগুলো ১৫১৪ কার্টনে দুবাই এবং শারজাহ হতে আনা হয়েছিল। এর মধ্যে দুবাই থেকে আগত ফ্লাইট নম্বর-বিএস ৩৪৪ এর যাত্রী মিজানুর রহমান থেকে ২৩০ কার্টন, মো. রেদোয়ান থেকে ২৭০ কার্টন, রেজাউল করিম থেকে ২৩৯ কার্টন সালাউদ্দিন থেকে ২৫০ কার্টন, এবং শারজাহ থেকে আসা ফ্লাইট জি৯৫২০ হতে মালিকবিহীন অবস্থায় ৫২৫ কার্টন সিগারেট জব্দ করা হয়।

একজন কাস্টমস কর্মকর্তা জানান, সিগারেটের চালানটি জব্দ করে ডিটেনশন মেমো ( ডিএম) মূলে চট্টগ্রাম কাস্টমস হাউসের গুদামে জমা করা হয়েছে। জব্দ সিগারেটের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

BBS cable ad