সাভারে বিপুল চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোলাই মদসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানাধীন বুড়ি বাজার বাগান বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার মাদক কারবারির নাম সুখেন চাকমা (৩০)।
তিনি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানার নবপেরাছড়া গ্রামের কালাঠেঙার ছেলে। বর্তমানে তিনি আশুলিয়া থানার বুড়িবাজার বাগান বাড়ি এলাকার আজিজের বাড়িতে ভাড়া থেকে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় আশুলিয়া থানাধীন বুড়ি বাজার বাগান বাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারি সুখেন চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
ঢাকা জেলার উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, ‘জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক কারবারিদের গ্রেপ্তারে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার বুড়ির বাজার এলাকা থেকে একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।’


