নোয়াখালীতে শারদীয় দুর্গোৎসব ২০২১ উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব ২০২১ উপলক্ষ্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা সহ সিনিয়র কর্মকর্তাগন এবং পুজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার জেলা প্রশাসক মোঃ খোরশেদ আলম খাঁন । সভায় পুলিশ সুপার সবাইকে আন্তরিকতার সহিত মিলেমিশে আইন শৃঙ্খলা রক্ষা এবং কোভিড ১৯ রোধের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার আহ্বান জানান এবং সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।