বঙ্গবন্ধু মঞ্চ তরণীতে পুষ্পস্তবক অর্পন করেন কুমিল্লা পুলিশ সুপার

আজ বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ যথাযথ মর্যাদায় পালন করা হয়। সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে (নগর উদ্দ্যান,কুমিল্লা) ও কুমিল্লা পুলিশ লাইন্সে বঙ্গবন্ধু মঞ্চ তরণীতে পুষ্পস্তবক অর্পন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।
এ সময় জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত এর জন্য দোয়া করা হয় ।
জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশ এর পক্ষ থেকে জেলার সকল কর্মসূচির সার্বিক নিরাপত্তা নিশ্চিত গল্পে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।