শিরোনাম

South east bank ad

নোয়াখালীতে ৬ মামলায় আসামি ৪৯৫

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন   |   জেলা পুলিশ

নোয়াখালীতে ৬ মামলায় আসামি ৪৯৫
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার অভিযোগে নোয়াখালীতে বিএনপি-জামায়াতের ৪৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম। তিনি বলেন, সুধারাম থানায় ২টি, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল থানায় ১টি করে মোট ছয়টি মামলা হয়েছে। জেলায় সব ধরনের অপতৎপরতা বন্ধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই থেকে ১ আগস্টের মধ্যে মামলাগুলো রুজু হয়। মামলায় নাম উল্লেখ করা হয়েছে ৮০ জনের ও অজ্ঞাত আসামি করা হয় ৪১৫ জনকে। এর মধ্যে ৪৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে বিএনপির নেতাকর্মী ৩২ জন, জামায়াতের ১১ জন ও শিবিরের ৬ জন রয়েছে।

এদিকে বিএনপিসহ সব নেতাকর্মীর গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে গ্রেফতারদের মুক্তির দাবি জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, ছাত্র আন্দোলনকে ঘিরে নোয়াখালীতে কয়েকটি গায়েবি মামলা দিয়েছে পুলিশ। ঘটনা ঘটেনি তারপরও অহেতুক মামলা দেওয়া হয়েছে।


BBS cable ad