শিরোনাম

South east bank ad

চুয়াডাঙ্গায় পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন   |   জেলা পুলিশ

চুয়াডাঙ্গায় পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অদ্য ০১.০১.২০২৪ খ্রিঃ বেলা ১২:৩০ ঘটিকায় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। তিনি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্ছাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অবিভাবক ও শিক্ষকদের সাথে কুশলাদি বিনিময় করেন।

তিনি বলেন, আগামীর ভবিষ্যত এই কোমলমতি শিক্ষার্থীরা যেন জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজ ও রাষ্ট্র কে সেবা করতে পারে। তিনি সকল শিক্ষার্থীদের ভবিষ্যত মঙ্গল কামনা করেন।

এরপর সম্মানিত প্রধান অতিথি ও অন্যান্য অতিথিগণ কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

উক্ত আয়োজনে জনাব আব্দুস সালাম, প্রধান শিক্ষক, পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); চুয়াডাঙ্গা; জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গা; জনাব শেখ সেকেন্দার আলী, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা থানা, চুয়াডাঙ্গা; কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকগন।
BBS cable ad