South east bank ad

জেলা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:২০ অপরাহ্ন   |   জেলা পুলিশ

জেলা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স ড্রিল শেডে অদ্য ১৯.১২.২০২৩ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বিভিন্ন স্কুলের কোমলমতি শিশুদের অংশগ্রহণে শিশুদের চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

চিত্রাংকন প্রতিযোগিতায় গ্রুপ-ক (৪-৬ বছর) চিত্রাঙ্কনের বিষয় 'উন্মুক্ত' ও গ্রুপ-খ (৭-১০ বছর) চিত্রাঙ্কনের বিষয় 'আমার সোনার বাংলা' এবং গ্রুপ-গ (১১-১৪ বছর) চিত্রাঙ্কনের বিষয় 'স্মার্ট বাংলাদেশ' বিষয় ভিত্তিক অনুষ্ঠিত হয়।

 সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় গ্রুপ-ক (১ম-৩য় শ্রেণি), গ্রুপ-খ (৪র্থ-৫ম শ্রেণি) এবং গ্রুপ-গ (৬ষ্ঠ-৮ম শ্রেণি) এর বিষয়বস্তু  "বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস"।
*চিত্রাংকন প্রতিযোগিতার ফলাফল*
ক-গ্রপের ফলাফলঃ
১ম স্থানঃ তাসকিন আহমেদ, প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠ।
২য় স্থানঃ মিহরিমা, লিটেল জুয়েলস্
৩য় স্থানঃ ইমামুল মুত্তাকীন রামিম
খ-গ্রপের ফলাফলঃ
১ম স্থানঃ মোছাঃ আফিয়া আক্তার(মিলি), চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
২য় স্থানঃ রামিসা তাবাসসুম, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।
৩য় স্থানঃ নিশাত ওয়ানিয়া, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
গ-গ্রপের ফলাফলঃ
১ম স্থানঃ হামীম, ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়।
২য় স্থানঃ আহানাফ কবির, ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়।
৩য় স্থানঃ নাজিয়া আফরোজ রোজা, মুন্সিগঞ্জ একাডেমি।
বিশেষ পুরস্কারঃ
হোসাইন আল মাশরিফ, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।
*সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ফলাফল*
ক-গ্রপের ফলাফলঃ
১ম স্থানঃ সাইমুম আল ফাহিম, পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২য় স্থানঃ মাসরুক নাহিয়ান, প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠ।
৩য় স্থানঃ রাফি, প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠ।
খ-গ্রপের ফলাফলঃ
১ম স্থানঃ আবদূত তাহসীন, পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২য় স্থানঃ ইফতেখার রহমান আজান, পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩য় স্থানঃ সাকিবুল হাসান, পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গ-গ্রপের ফলাফলঃ
১ম স্থানঃ আব্দুর রাফি, ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়।
২য় স্থানঃ তনুজা ইসলাম জুঁই, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
৩য় স্থানঃ মোছাঃ শারমিন আক্তার সাথী, কাথুলি মাধ্যমিক বিদ্যালয়। 

চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় মিসেস জান্নাতুল ফেরদৌস, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক), চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার  বাচ্ছা ও অভিভাবকদের স্বাগত জানিয়ে বলেন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিশুদের ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ পুনাকের মূল উদ্দেশ্য নয়, প্রত্যেকে সে তার নিজস্ব প্রতিভায় নিজেকে গড়ে তুলে সোনার বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে এটাই লক্ষ্য।

পুনাক সভানেত্রী বলেন, পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক), চুয়াডাঙ্গার মাধ্যমে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে। ভবিষ্যতে বাচ্চাদের নিয়ে বড় পরিসরে পুনাক, চুয়াডাঙ্গা কাজ করতে চাই। শিশুদের চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার বিচারকমন্ডলীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); মিসেস জোবায়দা আক্তার, সাধারণ সম্পাদিকা, পুনাক, চুয়াডাঙ্গা; মিসেস সাবিনা ইয়াসমিন, কোষাধ্যক্ষ, পুনাক, চুয়াডাঙ্গা; বিচারক মন্ডলী জনাব শাহআলম সনি,জেলা প্রতিনিধি, প্রথম আলো, চুয়াডাঙ্গা; জনাব মো: বোরহান উদ্দিন বিশ্বাস, সাবেক প্রশিক্ষক, শিশু একাডেমি, চুয়াডাঙ্গা; জনাব মো:জালাল উদ্দিন, প্রশিক্ষক, শিশু একাডেমি, চুয়াডাঙ্গা; জনাব মো:ইমরান হোসেন, প্রশিক্ষক, পুনাক আর্ট স্কুল, চুয়াডাঙ্গাসহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চুয়াডাঙ্গার অন্যান্য সদস্যগন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জনাব জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); চুয়াডাঙ্গা।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: