১০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

ঢাকা জেলার আওতাধীন ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মানিকদিতে প্রায় ৪৬ কাঠা সরকারি খাস জমি উদ্ধার করে নিয়ন্ত্রণে নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এ জমির বর্তমান বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।
মঙ্গলবার (২০ জুন) ঢাকা জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ঢাকার আওতাধীন ক্যান্টনমেন্ট ভূমি অফিসের অধিনস্ত জোয়ারসাহারা মৌজার ১ নং খাস খতিয়ান ভুক্ত আর এস ৫২৫, সিটি জরিপ ৩৩২০১ দাগের ০.৭৫ একর জমি দীর্ঘদিন বিভিন্ন ব্যক্তির অবৈধ দখলে ছিল। পরবর্তীতে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মোমিনুর রহমানের নির্দেশনায় ক্যান্টমেন্ট সার্কেলের সহকারী কমিশনার জালাল উদ্দিন অভিযান চালিয়ে উক্ত খাস জমি সরকারের পক্ষে ঢাকা জেলার দখল ও নিয়ন্ত্রণে নিয়েছেন।
এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিক বলেন, জনবল সংকটের কারণে সরকারের মূল্যবান জমি বিভিন্ন ব্যক্তি অবৈধভাবে দখল করে ভোগ করছেন। জেলা প্রশাসন সরকারের সম্পত্তি উদ্ধারে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে। নিকট ভবিষ্যতে এ সকল জমি উদ্ধারে আরও বেশকিছু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।