শরীয়তপুর জেলাপ্রশাসনের উদ্যোগে ৫০,০০০ বৃক্ষরোপণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষে শরীয়তপুরে জেলাপ্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ৫০ হাজার বৃক্ষরোপণের ২য় দিন শিক্ষার্থীদের মাঝে ৬০০০ গাছের চারা বিতরণ করেন।
১৫ জুন ২০২৩ তারিখ সকালে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে জেলাপ্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান স্কুল শিক্ষার্থীদের মাঝে ৬০০০ গাছের চারা বিতরণ করেন।
পরবর্তীতে বিকেলে জেলাপ্রশাসক নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নে চাকধ উচ্চ বিদ্যালয় ও ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং দক্ষিণ চাকধ-ভূমখাড়া ০৮নং ওয়ার্ডের নতুন মাটির রাস্তায় বৃক্ষ রোপণ করেন।