South east bank ad

নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

 প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০৬:৪১ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত
“ প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে” এবং  সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি টি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।

পরে জলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফকরুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ড. লুৎফর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন চৌধূরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, জেলা কৃষি সম্প্রদারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়, পরিবেশ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী  প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: