South east bank ad

দেশ থেকে পালিয়ে যাওয়া প্রসঙ্গে যা বললেন ডিবিপ্রধান

 প্রকাশ: ০৪ জুন ২০২৩, ১০:৫৮ অপরাহ্ন   |   ডিবি

দেশ থেকে পালিয়ে যাওয়া প্রসঙ্গে যা বললেন ডিবিপ্রধান
বিদেশে চিকিৎসার নামে সস্ত্রীক দেশ থেকে পালিয়ে যাবার যে প্রচারণা চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ। তিনি বলেন, ‘একটি অশুভ চক্র এ ধরনের অপপ্রচার চালাচ্ছে; যা সম্পূর্ণ গুজব।’

রবিবার নিজ কার্যালয়ে ঢাকাটাইমসের সঙ্গে আলাপকালে হারুন অর রশীদ এ কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, ‘বেশ কিছুদিন একটি গ্রুপ দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে, আমি চিকিৎসার নামে বিদেশে পালিয়ে যাচ্ছি। এই অশুভ চক্রটি যে কাজটি করছে এটি সম্পূর্ণ গুজব। নিজস্ব মনগড়া তথ্য দিয়ে ফেসবুকে ভিউ বাড়াতেই এমনটা করা হচ্ছে। তাদের মূল উদ্দেশ্যে টাকা কামানো ও পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করা। আমি স্পষ্ট করে বলতে চাই, কুচক্রী মহলের এ ধরনের অপপ্রচার কোনো পুলিশ কর্মকর্তার মনোবল ভাঙবে না।’

আরও পড়ুন: জামায়াতের বিক্ষোভ মিছিল ঘিরে ডিবিপ্রধানের কঠোর বার্তা

সম্প্রতি ডিবি প্রধান হারুন সিঙ্গাপুরে নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য ১৩ দিনের ছুটি নিয়েছেন। ছুটির আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তিনি আর দেশে ফিরবেন না বলে গুঞ্জন ওঠে।

হারুন অর রশীদ বলেন, ‘কোনো সরকারি কর্মকর্তা চিকিৎসা বা ব্যক্তিগত বা পারিবারিক কাজে দেশের বাইরে যেতেই পারেন। সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ছুটি নিতে হয়। যারা ছুটিতে যান, সেই তথ্য ওয়েবসাইটেও দেওয়া থাকে। আর চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া কোনো অপরাধ নয়।’

ছুটি নিয়ে সরকারি অনেক কর্মকর্তা দেশের বাইরে যাচ্ছেন, আপনাকে নিয়ে কেন এমন গুজব ছড়ানো হচ্ছে- এমন প্রশ্নে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, ‘এটা জানি না। তবে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনি। এ কারণে কোনো কুচক্রী মহল এমনটা করে থাকতে পারে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ বাড়ানোর উদ্দেশ্যে তো আছেই। অনেকেই মনে করে, বিদেশের মাটিতে আছি, ভিউ বাড়িয়ে কিছু টাকা উপার্জন করি। এতে আরেকটু ভালোভাবে চলতে পারবো।’

‘এমনটা যারা মনে করেন তাদের উদ্দেশ্যে বলব, সঠিক তথ্য প্রচার করুন। কারণ গুজব ছড়ানো মানবিকভাবে খারাপ কাজ, আইনগতভাবেও অপরাধ।’-ঢাকাটাইমস
BBS cable ad