ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

বিডিএফএন লাইভ.কম
গতকাল রোববার (২৭ মার্চ) রাত অনুমান পোরে ৮টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক আবুল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/ সুমন চক্রবর্তী, সঙ্গীয় কনস্টেবল/৮৪৮ অমল কান্তি চাকমা, কনস্টেবল/১২৯৯ আনোয়ার হোসেন, কনস্টেবল/১০৮৪ মোঃ ফজলুল করিম সর্ব কর্মস্থল মহানগর গোয়েন্দা বিভাগ, এসএমপি, সিলেট -দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ খাঁন চুলাঘর দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আশিক মিয়া (২৬), পিতা- মৃত হাসন মিয়া, মাতা- মৃত রীনা বেগম, সাং- জয়পাশা, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার, বর্তমানে- সুহেল মিয়ার মেস্, চালিবন্দর, থানা- কোতয়ালী মডেল, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, সিলেট শহরের কাষ্টঘর এলাকা হতে উক্ত ইয়াবা ট্যাবলেট পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে।
উক্ত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।