ওসমানীনগরে ডিবি’র অভিযানে গ্রেফতার-৩

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মোঃ ইকতিয়ার উদ্দিন এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গত রোববার (৭ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওসমানীনগর থানাধীন শেরপুর টোলপ্লাজার উত্তরে যাত্রীছাউনীর সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পূর্ব নোয়াগাঁও গ্রামের মৃত কুতুব আলীর ছেলে রাজু মিয়া (২৮), একই থানার পাইকপাড়া গ্রামের আফসার আলীর ছেলে মোঃ সোহেল আলী (১৯) এবং ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে কামাল (৫০)-দেরকে তাদের বহনকারী সিলেটগামী একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩-১৫৯৫) তল্লাশি করে ২টি ব্রীফকেস হতে ১৮ কেজি গাঁজাসহ আটক করে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।