দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে বহিস্কৃত স্বেচ্ছাসেবকলীগের নেতাকে আটক করেছে ডিবি

দুই হাজার কোটি টাকার পাচারের অভিযোগে ফরিদপুরের বহিস্কৃত স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাইনক (৩৪) একাধিক মামলার চার্জশীটভুক্ত পলাতক আসমীকে এবং এনএসআই এর ডিডি পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সানোয়ার হোসেন চৌধুরী (৩৬)কে আটক করেছে ডিবি পুলিশ।
এবিষয়ে আজ ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ জামাল পাশা, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনীল কর্মকার, উপ-পরিদর্শক শাহীনুর রহমান প্রমূখ।