কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা সহ একজন মাদক কারবারি গ্রেফতার

আজ জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে রামু থানাধীন কক্সবাজার টু চট্টগ্রামগামী মহাসড়কস্থ রামু ফুটবল চত্বর সংলগ্ন নির্মানাধীন রেলক্রসিংব্রীজের নিচে পাকা রাস্তার উপর হতে গ্রেফতারকৃত আসামী মনজুর আলম (৪৪) এর হেফাজত (মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকে বিশেষভাবে রক্ষিত) হতে ২৫,০০০ (পঁচিশ হাজার) পিস ইয়াবা (মাদক) উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।