ঈদে ফাঁকা বাসায় চুরির টার্গেট

রাজধানীর বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে চুরি করে এমন একটি চোরচক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শনিবার তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, শিপন মৃধা, রাসেল, আল আমিন, মতিউর রহমান ওরফে মেহেদী হাসান, নাসির শেখ, দ্বীন ইসলাম, ইলিয়াস মিয়া ও আমির হোসেন ওরফে বেপারী।
ডিবির সহকারি পুলিশ কমিশনার মধুসুদন দত্ত জানান, শনিবার হাজারীবাগ, কোতোয়ালি, কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ থেকে চোরচক্রের আট সদস্যকে গ্রেফতার করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়িতে চুরি করে তারা। প্রথমে দিনের বেলায় রেকি করে এবং রাতে চুরি করে। বাড়ির গ্যারেজে থাকা মোটরসাইকেলও চুরি করে এই চক্রটি। তাদের বিরুদ্ধে চুরি সংক্রান্ত ছাড়াও চাঁদাবাজি, মাদক ও খুনের একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়।