অটো চালক রুবেল হত্যার রহস্য উদঘাটনে ডিবির অভিযানে গ্রেফতার-৩

এইচ এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ):
ভিকটিম অটেরিক্সা চালক রুবেল প্রতিদিনের ন্যায় নিজ বাড়ী হতে ১২ জুলাই অটেরিক্সা নিয়া শম্ভগঞ্জ মোড় থেকে পাটগুদাম ব্রীজ মোড় এলাকায় ভাড়া মারার উদ্দেশ্যে যায়। ঐ দিন রুবেল এর মোবাইল বন্ধ থাকায় বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কোথাও পাওয়া যায় না।
১৩ জুলাই লোক মুখে শুনা যায় যে, কোতোয়ালী থানাধীন ঝাউগড়া চিড়া হরিবন্ধ নামকস্থানে পারভেজ এর ডোবা জমির পানিতে একটি লাশ পড়িয়া আছে।পরে সেখানে গিয়ে রুবেল এর ভাই লাশ সনাক্ত করে।
এ ঘটনার মৃতার বড় ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা রুজু হয়। পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ, ময়মনসিংহ তদন্তকালে ২৪ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত আসামী ১। মোঃ আরিফুর রহমান হাসান মীর (১৮), ২। মোঃ সজিব মাহমুদ রোজ (১৮), ৩। মোঃ ইমন হোসেন (১৯)দেরকে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদে হত্যার রহস্য উদঘাটিত হয়। অটোরিক্সা ছিনতাই এর জন্য এই হত্যাকান্ড সংঘটিত হয়।
গ্রেফতারকৃতরা হল, মোঃ আরিফুর রহমান হাসান মীর (১৮) পিতা-আবু বক্কর সিদ্দিক মাতা-মোছাঃ নিলুয়া ইয়াছমিন, সাং-শম্ভুগঞ্জ আলালপুর, মোঃ সজিব মাহমুদ রোজ (১৮) পিতা মৃত-রফিকুল ইসলাম রফিক মাতা-মোছাঃ রাশিদা খাতুন, সাং-চরকালিবাড়ী ৩২নং ওয়ার্ড, মোঃ ইমন হোসেন (১৯) পিতা মৃত-আঃ জব্বার, মাতা-মোছাঃ মমতা বেগম, সাং-রঘুরামপুর টানপাড়া সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।