ডিবির অভিযানে ময়মনসিংহে গ্রেফতার-২

এইচ এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ):
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ২ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মোজাম্মেল মাহমুদ ঝড় ও রাহাতুল ইসলাম জয়। শনিবার রাতে নগরীর চায়না মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে শনিবার রাতে ডিবির এসআই আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর চায়না মোড় থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। হলো, মোজাম্মেল মাহমুদ ঝড় ও রাহাতুল ইসলাম জয়।
তাদের কাছ থেকে দুইশত পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। রবিবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ।